২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
লাইফস্টাইল
গোপনে গুগলে মেয়েরা যেসব বিষয় সবচেয়ে বেশি সার্চ করেন

image

অনেক মেয়েই প্রকাশ্যে বলার আগে গোপনে গুগলের সাহায্য নেন! ত্বকের যত্ন থেকে শুরু করে ট্যাটুর পার্শ্বপ্রতিক্রিয়া—গুগলে মেয়েদের কৌতূহলের শীর্ষ ১০ তালিকা

অনলাইনে ব্যক্তিগত বিষয় জানার ক্ষেত্রে গুগল হয়ে উঠেছে মেয়েদের নির্ভরযোগ্য বন্ধু। অনেক নারী আছেন, যারা কিছু কিছু বিষয়ে পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে খোলামেলা আলোচনা করতে সংকোচবোধ করেন। তাই তারা ব্যক্তিগত যত্ন, সৌন্দর্য ও স্বাস্থ্য নিয়ে গোপনে সার্চ করেন। গুগল ট্রেন্ডস ও বিভিন্ন অনলাইন ডেটার ভিত্তিতে দেখা গেছে, মেয়েরা নিচের ১০টি বিষয়ে সবচেয়ে বেশি অনুসন্ধান চালিয়ে থাকেন—

✅ ১. বলিরেখামুক্ত ত্বক পাওয়ার উপায়
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা পড়ে, যা মেয়েরা কমাতে চান প্রাকৃতিক বা ঘরোয়া পদ্ধতিতে।

✅ ২. স্মোকি আই মেকআপ টিপস
স্টাইলিশ স্মোকি আই লুক তৈরি করতে টিউটোরিয়াল খোঁজেন অনেকেই।

✅ ৩. চোখের ফোলাভাব দূর করার উপায়
শসা, আলু, বরফ—এসব দিয়ে চোখের ক্লান্তি কমাতে চান তারা।

✅ ৪. চুল ধোয়ার সঠিক নিয়ম
কোন শ্যাম্পু, কন্ডিশনার বা কতদিন পর চুল ধুতে হবে—এসব নিয়ে মেয়েদের চিন্তা থাকে।

✅ ৫. অবাঞ্ছিত লোম দূর করার উপায়
শেভিং, ওয়াক্সিং, লেজার—সবকিছুর পার্শ্বপ্রতিক্রিয়া ও কার্যকারিতা যাচাই করেন গুগলে।

✅ ৬. কনসিলার ব্যবহারের নিয়ম
ত্বকের দাগ ঢাকার জন্য কোন কনসিলার ভালো বা কীভাবে ব্যবহার করবেন, তা জানেন না অনেকেই।

✅ ৭. ট্যাটু কি ক্ষতিকর?
নিরাপদ ট্যাটু করার নিয়ম, ব্যথা হয় কি না বা স্কিনের ক্ষতি হয় কি না—এসব প্রশ্নের উত্তর খোঁজেন।

✅ ৮. চুল দ্রুত লম্বা করার উপায়
হেয়ার মাস্ক, প্রাকৃতিক তেল বা পুষ্টিকর খাবার খোঁজেন তারা চুলের বৃদ্ধির জন্য।

✅ ৯. ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়
যতটা সম্ভব প্রাকৃতিকভাবে ফর্সা হওয়াই মেয়েদের লক্ষ্য।

✅ ১০. ত্বকের ধরন চেনার পদ্ধতি
সঠিক স্কিন কেয়ার রুটিন জানতে চাইলে আগে ত্বকের ধরন জানা জরুরি।

এছাড়া মেয়েরা নখের যত্ন, হাইড্রেশন, ব্রেস্ট কেয়ার, অনলাইন শপিং নিরাপত্তা ও হরমোনাল ইস্যু নিয়েও গুগলে খোঁজখবর করেন। গোপনে সার্চ করা এই বিষয়গুলোতে সচেতনতা বাড়ানোর মাধ্যমে নারীরা আরও আত্মবিশ্বাসী হতে পারেন।

অনলাইনে সার্চের মাধ্যমে মেয়েরা নিজেদের ব্যক্তিগত যত্ন ও স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান অর্জন করছেন—যা নিঃসন্দেহে ইতিবাচক দিক। তবে তথ্য গ্রহণের পাশাপাশি একজন স্কিন, হেয়ার বা মেডিকেল এক্সপার্টের পরামর্শও জরুরি।






অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading