ভারতের ধনীদের তালিকায় বড় পরিবর্তন, গৌতম আদানিকে টপকে শীর্ষে ফিরলেন মুকেশ আম্বানি। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় এশিয়ার সবচেয়ে ধনী এখন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান।
ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় আবারও ভারতের শীর্ষ ধনী হলেন মুকেশ আম্বানি। বুধবার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত তথ্য অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪.৩ বিলিয়ন ডলার। এর ফলে তিনি শুধু ভারতের নয়, পুরো এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির আসনে বসেছেন। বিশ্বব্যাপী ধনীদের মধ্যে তিনি এখন নবম স্থানে। অন্যদিকে, গৌতম আদানির সম্পদ কমে দাঁড়িয়েছে ৮৪.১ বিলিয়ন ডলার, ফলে তিনি বিশ্বের তালিকায় দশম স্থানে নেমে গেছেন।
গত সপ্তাহে হিনডেনবাগের এক সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের পর আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির শেয়ারদর ব্যাপকভাবে কমে যায়। এর প্রভাবে একদিনেই আদানি গ্রুপের বাজারমূলধন কমে যায় প্রায় ১০.৮ বিলিয়ন ডলার বা ১ হাজার ৮০ কোটি ডলার। এই ধসের কারণে ভারতের ধনী তালিকায় শীর্ষস্থান হারাতে হয় আদানিকে।
মুকেশ আম্বানির শীর্ষে ফেরা শুধু ভারতের নয়, এশিয়ার অর্থনৈতিক মানচিত্রেও বড় প্রভাব ফেলেছে। ফোর্বসের সর্বশেষ তথ্য প্রমাণ করছে, ব্যবসায়িক স্থিতিশীলতা এবং বাজার আস্থাই দীর্ঘমেয়াদে সম্পদ ধরে রাখার মূল চাবিকাঠি।
অনলাইন ডেস্ক
Comments: