সিলেটে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বলছে আবহাওয়া অফিস। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে, যা কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিতে রূপ নিতে পারে। এই সম্ভাবনার কথা জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। রোববার (২৯ জুন) সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তাপমাত্রা:
শনিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টিপাতের পরিমাণ:
গত ২৪ ঘণ্টায় (২৮ জুন সকাল ৬টা থেকে ২৯ জুন সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর (২৯ জুন সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত) কোনো বৃষ্টি হয়নি।
তাপমাত্রার পূর্বাভাস:
দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
সিলেটবাসীর জন্য আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা নিয়ে সতর্ক থাকতে বলছে আবহাওয়া অফিস। সাময়িক মেঘলা আকাশ এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনায় যাত্রাপথ ও দৈনন্দিন পরিকল্পনায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হচ্ছে।
অনলাইন ডেস্ক
Comments: