২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
অর্থনীতি
জাতীয় বাজেট ২০২৫-২৬: সিগারেট পেপারে শুল্ক দ্বিগুণ, দাম বাড়ার শঙ্কা

image

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থাপন করতে যাচ্ছেন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। প্রস্তাবিত বাজেটে সিগারেট পেপার আমদানিতে সম্পূরক শুল্ক হার ১৫০% থেকে বাড়িয়ে ৩০০% করার সুপারিশ এসেছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাজারে সিগারেটের দামে বড় ধরনের প্রভাব পড়তে পারে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এবারের বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। বাড়ছে করের হার, নতুন করে আরোপ হচ্ছে ভ্যাট ও শুল্ক—দেশীয় শিল্প সুরক্ষা ও রাজস্ব আদায়কে কেন্দ্র করে গৃহীত হচ্ছে একাধিক পদক্ষেপ।


২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বাজেট ভাষণটি ২ জুন বিকেল ৩টায় প্রচারিত হবে বিটিভি ও বাংলাদেশ বেতারে।

সকল বেসরকারি টিভি ও রেডিও চ্যানেলকে একযোগে ফিড সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

বাজেটের সম্ভাব্য আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা

রাজস্ব লক্ষ্যমাত্রা: ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা

বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা

বাজেটে পণ্যের ওপর বাড়ানো হচ্ছে কর, শুল্ক ও ভ্যাট।

ফলে সাধারণ পণ্যের দাম বাড়ার আশঙ্কা।

সিগারেট পেপার আমদানির সম্পূরক শুল্ক ১৫০% থেকে ৩০০% করার প্রস্তাব।

যদিও জানুয়ারিতে সিগারেটের দামে পরিবর্তন এসেছে, তবে এবার সেই স্তরগুলো অপরিবর্তিত থাকছে।

নতুন করে আমদানির খরচ বেড়ে যাওয়ায়, বাজারে সিগারেটের মূল্য আবারও বাড়তে পারে।

জাতীয় বাজেট শুধুই সংখ্যার হিসাব নয়, এটি প্রভাব ফেলে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবারও যেমন করের ভার ও আমদানিকৃত পণ্যে শুল্ক বৃদ্ধির কারণে বাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি দেশীয় শিল্পের সুরক্ষা ও রাজস্ব আদায়ে সরকারের কৌশল নির্ধারিত হতে চলেছে। বাজেট ঘোষণার পর সাধারণ জনগণ, ব্যবসায়ী মহল এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রতিক্রিয়ার দিকেও নজর থাকবে।







অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading